/anm-bengali/media/post_banners/U09fp1aYTH9JniilwLG6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হল না শেষ রক্ষা, অবশেষে আসাম পুলিশের হাতে গ্রেফতার হলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা পবন খেরা। জানা গিয়েছে, পবন খেরাকে দিল্লির আদালতে হাজির করা হবে এবং ট্রানজিট রিমান্ডে আসামে নিয়ে যাওয়া হবে। এদিকে গ্রেফতার হওয়ার পর পবন খেরা জানান, "আমরা দেখব কোন ক্ষেত্রে তারা আমাকে নিয়ে যাচ্ছে। এটি একটি দীর্ঘ লড়াই এবং আমি লড়াই করার জন্য প্রস্তুত।" প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবাকে নিয়ে কটূক্তি করেছিলেন পবন খেরা। হিন্ডনবুর্গ-আদানি ইস্যুতে জেপিসি গঠনে নরেন্দ্র গৌতমদাস মোদীর কী সমস্যা ছিল, তা জানতে চেয়েছিলেন খেরা।
#WATCH | "We will see (in which case they are taking me). It's a long battle and I'm ready to fight," says Congress leader Pawan Khera as Delhi Police takes him after he was deboarded from an aircraft at Delhi airport pic.twitter.com/cKXeo6kSb4
— ANI (@ANI) February 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us