বিমানের পর এবার বাস, মহিলার সিটে প্রস্রাব করার অভিযোগ মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
বিমানের পর এবার বাস, মহিলার সিটে প্রস্রাব করার অভিযোগ মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে

 
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এক মহিলার উপর প্রস্রাব করার ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। যদিও এই ঘটনা ঘটেছে একটি বাসে। কর্ণাটকে একটি বাসে একজন পুরুষ এক মহিলার সিটে প্রস্রাব করেন বলে অভিযোগ। কর্ণাটকের হুবলি জেলার কিরেসুরু ধাবার কাছে কেএসআরটিসি বাসে এক মহিলার আসনে মদ্যপ এক ব্যক্তি প্রস্রাব করেছিলেন। বাসটি বিজয়পুরা থেকে ম্যাঙ্গালোর যাচ্ছিল। অভিযুক্ত যখন সিটে প্রস্রাব করছিলেন তখন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।