পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতাঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চন্দ্রকোনারোড শহরে অভিনব কায়দায় সাইকেল এবং টোটো চালিয়ে প্রতিবাদ করল যুব তৃণমূল। পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে অভিনব কায়দায় সাইকেল চালিয়ে এবং টোটো চালিয়ে প্রতিবাদ মিছিল করল ব্লক যুব তৃণমূল। এই দিন গোটা চন্দ্রকোনা রোড শহর মিছিল পরিক্রমা করে, শেষ হয় এই কর্মসূচি।  এই প্রতিবাদ কর্মসূচিতে প্রায় শতাধিক যুব তৃনমূলের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক যুব তৃনমূলের সভাপতি সাগর মন্ডল, দেব কুমার দে সহ অন্যান্য যুব তৃনমূলের কর্মী-সমর্থকরা, এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা।