নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ১১জন ফিলিস্তিনি নিহত হয়। তবে, ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীগুলো তাৎক্ষণিকভাবে এই রকেট হামলার দায় স্বীকার করেনি, বুধবার সকালে নাবলুসে চালানো রকেট হামলার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।