গ্রেফতার বিধায়ক অমিত রতন কোটফাট্টা

author-image
Harmeet
New Update
গ্রেফতার বিধায়ক অমিত রতন কোটফাট্টা

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের ভিজিল্যান্স ব্যুরো ভাতিন্ডা দেহাত থেকে গ্রেফতার আম আদমি পার্টির বিধায়ক অমিত রতন কোটফাট্টা। তার বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। ঘুষ নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করে ভিজিল্যান্স টিম। সম্প্রতি বিধায়কের ঘনিষ্ঠ ঋষম গর্গকে ৪ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করে ভিজিল্যান্স টিম।