New Update
/anm-bengali/media/post_banners/mC7BUO7aLicbYQdcPXC7.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের মামলা দায়ের করা হল উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে। কাপুরবাউডি থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।
শিবসেনা নেতার বিরুদ্ধে আইপিসি ধারা ২১১, ১৫৩ (এ), ৫০০, ৫০১, ৫০৪ এবং ৫০৫ (২) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে রাউত একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবসেনা নেতা শ্রীকান্ত শিন্ডের বিরুদ্ধে তাঁর ওপর হামলা চালানোর ষড়যন্ত্র করার অভিযোগ এনেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us