New Update
/anm-bengali/media/post_banners/e4ltzyxaCh0s72aVRcjR.jpg)
নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুতে পূর্ব ইরোড বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তবে ইরোডের বীরাপ্পাঞ্চট্রামের কাভেরি রোডে উপনির্বাচনী প্রচার করতে গিয়ে নাম তামিলর কাটচি এবং ডিএমক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। যার ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে শতাধিক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us