এবার সিলেবাস বদলের বার্তা বিচারপতির

author-image
Harmeet
New Update
এবার সিলেবাস বদলের  বার্তা  বিচারপতির

নিজস্ব  সংবাদদাতাঃ নবম- দশম  শ্রেণীর সিলেবাস দেখিয়ে রাজ্যের এজির উদ্দেশ্যে বার্তা দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার তিনি বলেন, 'নবম-দশম  শ্রেণীর  সিলেবাস ৪  বছরেরও বেশি পুরোনো। অন্যান্য বোর্ডের সঙ্গে সাযুজ্য রেখে সিলেবাস সংস্কার করুক রাজ্য। চলতি বছরে মাধ্যমিক  পরীক্ষা দিচ্ছে ৪ লক্ষ কম পরীক্ষার্থী। সিলেবাসে বদল আনার কথা ভাবুক রাজ্য শিক্ষা দফতর।  আইসিএসই, সিবিএসই বোর্ডের থেকে কোনও অংশে কম নয় আমাদের মাধ্যমিক বোর্ডের  পড়ুয়ারা। '