New Update
/anm-bengali/media/post_banners/Sk6yKgv7luUVGirdbf35.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মেয়র নির্বাচন জিতে গেল আম আদমি পার্টি। আর নির্বাচনে জিতে দিল্লির নতুন মেয়র হলেন শেলী ওবেরয়। এমনটাই টুইট করে জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া। তিনি টুইটবার্তায় জানান, 'গুন্ডারা হেরেছে, জনগণ জিতেছে। আবারও দিল্লিবাসীকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। আম আদমি পার্টির প্রথম মেয়র শেলী ওবেরয়কেও অনেক অনেক অভিনন্দন।' ১৫০ ভোট পেয়ে দিল্লির মেয়র হয়েছেন শেলী। দেখুন ভিডিও...
#WATCH | AAP's Shelly Oberoi becomes #Delhi mayor with 150 votes pic.twitter.com/LLbAJ1Xh3D
— ANI (@ANI) February 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us