নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার তরফে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকা ও চীনের সঙ্গে পরিকল্পিত নৌ মহড়ার আগে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত রাশিয়ার অ্যাডমিরাল গোর্শকভ ফ্রিগেট বুধবার দক্ষিণ আফ্রিকার রিচার্ডস বে বন্দরে পৌঁছেছে। ভারত মহাসাগরে দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর প্রধান ঘাঁটি হিসেবে কাজ করা রিচার্ডস বে ও ডারবান বন্দরের মধ্যবর্তী কোয়াজুলু-নাটাল প্রদেশের উপকূলে ২৭শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া অনুষ্ঠিত হবে।