New Update
/anm-bengali/media/post_banners/p1MXHh0L6RHvUwyRbEDw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমার জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ডারউইন নুনেজ ও মহামেদ সালাহ লিভারপুলের পক্ষে ম্যাচের শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াসের জোড়া গোলে সমতায় ফেরে মাদ্রিদ। এরপর এডার মিলিতাও কার্লো আনচেলত্তির দলকে এগিয়ে দিয়েছিলেন। শেষে বেনজেমার জোড়া গোলে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
🏁 FT: @LFC 2-5 @realmadriden
⚽ Darwin 4', M. Salah 14'; @vinijr 21', 36', @edermilitao 47', @Benzema 55', 67'#UCLpic.twitter.com/GMFJRutLQO— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) February 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us