New Update
/anm-bengali/media/post_banners/W2PqymVIxk3k02p0nUrE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে নিশানা করল কংগ্রেস। মঙ্গলবার এক সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী বলেন, 'ভারতের অর্থনীতির তুলনায় চিনের অর্থনীতি বড়। তাই আমরা হঠাৎ করে চিনের বিরুদ্ধে যেতে পারি না।' জয়শঙ্করের এহেন মন্তব্যকে নিয়ে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীমেত বলেন, 'বিদেশমন্ত্রী কী বোঝাতে চেয়েছেন? এটা একজন বিদেশমন্ত্রীর সবচেয়ে নিন্দনীয় বক্তব্য।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us