নিজস্ব সংবাদদাতাঃ তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য অতিরিক্ত ৫০ মিলিয়ন ইউরো (৫৩ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তা করবে জার্মানি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ''জার্মানি এটা পরিষ্কার করতে চায় যে, বৈশ্বিক সম্প্রদায় হিসেবে আমরা এই বিপর্যয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।'' নতুন সহায়তার মধ্যে ৩৩ মিলিয়ন ইউরো তুরস্কে এবং ১৭ মিলিয়ন ইউরো উত্তর সিরিয়ায় যাবে, যার ফলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জার্মানির অবদান ১০৮ মিলিয়ন ইউরো হবে।