আজ কি নতুন মেয়র পাবে দিল্লি?

author-image
Harmeet
New Update
আজ কি নতুন মেয়র পাবে দিল্লি?



নিজস্ব সংবাদাতাঃ
দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ফলাফল প্রকাশের আড়াই মাস পরে আজ অর্থাৎ বুধবার মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। মেয়র নির্বাচন পরিচালনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর চতুর্থবারের মতো সভা ডেকেছেন প্রিজাইডিং অফিসার সত্য শর্মা। আশা করা হচ্ছে যে দিল্লি আজ নতুন মেয়র পাবে। প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হয়েছিল। এমসিডি নির্বাচনের ফলাফলও ৭ ডিসেম্বর ঘোষণা করা হয়েছিল। এরপর দিল্লির নবনির্বাচিত কাউন্সিলর, মনোনীত বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার ১০ জন সাংসদকে ভোটের মাধ্যমে নতুন মেয়র, ডেপুটি মেয়র ও স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করতে হয়। এর আগে আরও তিনটি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জানুয়ারি, ২৪ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারি এসব বৈঠক অনুষ্ঠিত হয়। তিন মেয়র নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে ডাকা এমসিডি হাউসের বৈঠকটি আপ-বিজেপি কাউন্সিলর এবং নেতাদের হট্টগোলের কারণে অমীমাংসিত প্রমাণিত হয়েছিল।