New Update
/anm-bengali/media/post_banners/Ff4jS48N2XPY7rtsQqlC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের আবহে আবারও শিরোনামে ভাঙর। কারণ বুধবার সাতসকালে ভাঙরে নতুন করে বস্তাভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, ভাঙরের বানিয়াড়ায় একটি কলাবাগানের মধ্যে মিলেছে এই বস্তাভর্তি বোমা। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বোমা উদ্ধার হওয়া এলাকায় অভিযান চালায় কাশীপুর থানার পুলিশ। এরপর দ্রুত খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা এই বোমা রেখেছিল পুলিশ ইতিমধ্যে তার তদন্তে নেমে পড়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us