নিজস্ব সংবাদদাতাঃ পেরুর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, দুর্নীতির অভিযোগে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো টোলেদোকে হস্তান্তর করতে সম্মত হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৯ সালে পেরু আনুষ্ঠানিকভাবে তাকে হস্তান্তরের অনুরোধ জানানোর পর ৭৬ বছর বয়সী টোলেদোকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়। পেরুর কর্তৃপক্ষের অভিযোগ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আন্দিয়ান দেশ শাসন করা টোলেদো ব্রাজিলের নির্মাণ প্রতিষ্ঠান ওডেব্রেক্টের কাছ থেকে ২৫ মিলিয়ন ডলারের বেশি ঘুষ নেন। অ্যাটর্নি জেনারেলের প্রত্যর্পণ অফিসের প্রধান বলেন, "এই মুহুর্তে আমাদের কাছে প্রত্যর্পণের জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নেই।"