পুতিনের ধারণা ভুল প্রমাণিত হয়েছেঃ বাইডেন

author-image
Harmeet
New Update
পুতিনের ধারণা ভুল প্রমাণিত হয়েছেঃ বাইডেন

নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "ইউক্রেনের জনগণ খুবই সাহসী। আমেরিকা, ইউরোপ, আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত দেশগুলোর একটি জোট খুব একীভূত ছিল। গণতন্ত্র অনেক শক্তিশালী ছিল। সহজ বিজয়ের পরিবর্তে পুতিন পুড়ে যাওয়া ট্যাংক ও রুশ বাহিনীকে বিশৃঙ্খল অবস্থায় ফেলে দিয়েছেন।" বাইডেন আরও বলেন, 'পুতিনের যুদ্ধ ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া শুরু করতে উদ্বুদ্ধ করেছে।' বাইডেন বলেন, "পুতিন ভেবেছিলেন ন্যাটো ভেঙে যাবে এবং বিভক্ত হবে। পরিবর্তে, ন্যাটো আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে।' মার্কিন প্রেসিডেন্ট বলেন, "পুতিন জ্বালানিকে অস্ত্র বানিয়ে ইউরোপের সংকল্প ভেঙে দিতে চেয়েছিলেন এবং এর পরিবর্তে আমরা রাশিয়ার জীবাশ্ম জ্বালানি থেকে ইউরোপের নির্ভরতার অবসান ঘটাতে কাজ করছি।"