নিজস্ব সংবাদজদাতা: সম্প্রতি মুম্বইয়ের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর নিজেকে আর ধরে রাখতে পারলেন না কঙ্গনা। নাম না করে তারকা সন্তানদের উদ্দেশে তোপ দাগলেন তিনি। শুধু তাই নয়, তাঁর বিচারে কারা পুরস্কার পাওয়ার যোগ্য সেই তালিকাও প্রকাশ করলেন। তিনি টুইটারে লেখেন, ‘‘পুরস্কারের মরসুম এসেছে এবং যোগ্য পুরস্কার প্রাপকদের থেকে যাবতীয় পুরস্কার ছিনিয়ে নিতে নেপো মাফিয়ারাও সেখানে হাজির হয়েছে।’’ বোঝাই যাচ্ছে, কঙ্গনার নিশানায় রয়েছেন আলিয়া বা রণবীরের মতো তারকারা।