লিভারপুলও বিক্রির জন্য? নীরবতা ভাঙলেন জন হেনরি

author-image
Harmeet
New Update
লিভারপুলও বিক্রির জন্য? নীরবতা ভাঙলেন জন হেনরি
নিজস্ব সংবাদদাতাঃ জন হেনরি লিভারপুলের ভবিষ্যত নিয়ে তার নীরবতা ভঙ্গ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ক্লাবটি বিক্রয়ের জন্য নয়। লিভারপুলের মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপের প্রধান হেনরি সম্প্রতি খুব কমই প্রকাশ্যে কথা বলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের পাশাপাশি ফুটবলমহলে গুঞ্জন, লিভারপুলকেও বিক্রি করা হতে পারে আগামী দিনে। এমন জল্পনার আবহে হেনরি বলেন, 'আমি জানি এলএফসি (লিভারপুল ফুটবল ক্লাব) সম্পর্কে অনেক জল্পনা ময়দানে রয়েছে। তবে আমি কোনও গুজবে কান দিচ্ছি না। নিজের প্রতিষ্ঠানকে ধরে রেখেছি।'