নিজস্ব সংবাদদাতা: তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের বলেছেন, তাইওয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে এবং 'কর্তৃত্ববাদী সম্প্রসারণবাদ' মোকাবিলায় তাইওয়ান ও অন্যান্য দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে। উল্লেখ্য, বেশিরভাগ দেশের মতো চীনের দাবিকরা তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।