নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর 'ক্রমাগত' গোলাবর্ষণ চলছে বলে জানিয়েছেন দোনেৎস্ক আঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো। তিনি জানান, কোস্তিয়ানটিনিভকা শহরের নিকটবর্তী ইভানোপিলিয়া গ্রামে রুশ গোলাবর্ষণে একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। তিনি বলেন, "রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের অন্যান্য গ্রামে রকেট ও আর্টিলারি দিয়ে হামলা চালিয়েছে। আবাসিক ভবন, একটি স্কুল, গাড়ি, দোকান, ক্যাফে এবং শিল্প স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়েছে।"