​নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদে রাখি পূর্ণিমার আগে রাখি ব্যবসায়ীরা প্রতিবছর ভালো ব্যবসা করে থাকেন। এবছরও তার অন্যথা হয়নি। হায়দ্রাবাদের দুই রাখি বিক্রেতা গনেশ এবং সঞ্জয় বলেন, "এখনও পর্যন্ত তুলনামূলকভাবে এটি ভাল বছর। বিক্রয় ভাল হচ্ছে। আমাদের কাছে এই বছর আরও বিভিন্ন ধরণের রাখি এসেছে। গত বছরের তুলনায়, বিক্রয় 50% বৃদ্ধি পেয়েছে।"