ইস্টবেঙ্গলের ঘাড়েই দোষ চাপাল মোহনবাগান

author-image
Harmeet
New Update
ইস্টবেঙ্গলের ঘাড়েই দোষ চাপাল মোহনবাগান

নিজস্ব সংবাদদাতাঃ হকি ডার্বি ঘিরে উত্তেজনা রয়েছে। ম্যাচ চলাকালীন মোহনবাগান-ইস্ট বেঙ্গল সমর্থকদের ঝামেলার কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। ম্যাচ বাতিলের বিষয়ে রাতেই বিজ্ঞপ্তি প্রকাশ করে মোহনবাগান। তারা এই ঘটনার দায় ইস্টবেঙ্গলের ওপর চাপিয়ে দিয়েছে। ,মোহনবাগানের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দল যখন ১-০ ব্যবধানে এগিয়েছিল তখন ইস্টবেঙ্গলের সমর্থকরা মোহনবাগান কর্তাদের উদেশ্যে কটূক্তি করেন। কেউ কেউ নাকি তাদের দিকে চেয়ার ছুড়ে মারতে যান। এরপর সমর্থকদের বের করে দেওয়ার প্রতিবাদেই সচিব দেবাশিস দত্ত ও অন্যান্য ক্লাব অফিশিয়ালরা মাঠ ছেড়ে বেরিয়ে যান।"