'সাহারা মরুভুমির চোখ' আসলে কি?

author-image
Harmeet
New Update
'সাহারা মরুভুমির চোখ' আসলে কি?



নিজস্ব সংবাদদাতাঃ স্পেস স্টেশন থেকে পৃথিবীর দিকে তাকালেই একটি বৃহদাকার চোখ নজরে আসে মহাকাশচারীদের। ৫০ কিমি ব্যাসের এই চোখকে বলা হয় ' সাহারা মরুভুমির চোখ'। এই চোখ আফ্রিকার ম্যারিটোনিয়াতে অবস্থিত। বৈজ্ঞানিক মতে, এটি প্রাকৃতিক উপায়ে লোপ পাওয়া একটি পাথুরে গম্বুজ। এর বাইরের অংশটি পাথুরে হলেও ভিতরে বেশ গভীর ও বালুময়। এই অঞ্চলটি সবুজ গাছ ও কাঁটাঝোপে ঘেরা। ভিতরের নীল রং আসলে লবনের স্রোত।



আরও খবরঃ http://anmnews.in/?p=216437 / http://anmnews.in/?p=216434
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm