নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের রাজধানীর গুলশান-২ নম্বরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত দুইটা পর্যন্ত এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মোট ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি বিমানবাহিনীর একটি হেলিকপ্টার দিয়ে ভবনের বাসিন্দাদের উদ্ধার করা হয়। সেনা ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। আগুন লাগার পর ভবনের বিভিন্ন তলা থেকে ২২ জনকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠানো হয়।