নিজস্ব সংবাদদাতাঃ বিহারের রাজধানী পাটনার উপকণ্ঠে একটি গ্রামে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাটনা জেলার জেথুলি গ্রামে, যেখানে পার্কিং বিরোধকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সহিংস সংঘর্ষ হয়। সহিংসতার সময় জনতা গ্রামের কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের পুলিশ সুপার সৈয়দ ইমরান মাসুদ বলেন, 'দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ সহিংসতায় রূপ নেয় এবং এক গোষ্ঠী গুলি চালায়। আহত হয়েছেন পাঁচজন। আমরা দুজনের মৃত্যুর তথ্য পেয়েছি। গ্রাম প্রধানসহ সাত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেথুলিতে পুলিশ ক্যাম্প করবে।'