New Update
/anm-bengali/media/post_banners/4xTbAGZGhkTP6431e7nZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনার নির্বাচনী প্রতীক 'তীর-ধনুক' এবং দলের নাম উদ্ধব গোষ্ঠীর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। শিন্ডে গোষ্ঠী এটি দখল করতে সক্ষম হয়েছে। একদিকে শিন্ডে গোষ্ঠী একে গণতন্ত্রের জয় বলছে, অন্যদিকে উদ্ধব গোষ্ঠী একে সুপরিকল্পিত সিদ্ধান্ত বলে বর্ণনা করেছে। যদিও এনসিপি প্রধান শরদ পাওয়ার এই বিষয়ে কিছু বলতে অস্বীকার করেছেন। রবিবার এনসিপি প্রধান বলেন, 'শিন্ডে গোষ্ঠীকে তীর-ধনুক প্রতীক দেওয়া নিয়ে রাজ্যে চলমান বিতর্কে আমি জড়াবো না। সহকার পরিষদের অনুষ্ঠানে যোগ দিতে পুনে এসেছেন অমিত শাহ। আমি সহকার পরিষদের উদ্বোধন করেছি। সুতরাং আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা নীতিগত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অমিত শাহের বক্তব্যের বিষয়গুলো আজ যথাযথ মনে হয়েছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us