সামনেই রাখী পূর্ণিমা, কিন্তু মন ভালো নেই রাখী পাড়ার

author-image
Harmeet
New Update
সামনেই রাখী পূর্ণিমা, কিন্তু মন ভালো নেই রাখী পাড়ার

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ আর কদিন পরেই রাখী পূর্ণিমা। কিন্তু মন ভালো নেই পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের রাখী পাড়ার মহিলাদের। হ্যাঁ রাখী পাড়া। কারণ সবং ব্লকের কুচাইপুর গ্রামের ৩০ টি বেশী পরিবার রাখী তৈরীর শিল্পর সাথে যুক্ত। এই ৩০ টি পরিবার চালায় মহিলারা। তাই এই গ্রামের নাম হয়েছে রাখী পাড়া। বিভিন্ন ধরনের ফুলের রাখী, কাগজের রাখী, পুঁতির তৈরী রাখী, স্পঞ্জ দিয়ে তৈরী রাখী, সোলার রাখী, সহ বিভিন্ন ধরনের রাখী তৈরী হয় এই কুচাইপুরে। এলাকার এক ব্যাবসায়ী নাম স্বপন কুমার অট্ট সমস্ত কাঁচামাল মহিলাদের বাড়ীতে পৌঁছে দিতেন। আবার কাজ সম্পূর্ন হলে পারিশ্রমিক দিয়ে বাড়ী থেকেই তিনি রাখী নিয়ে এসে কলকাতা সহ বিভিন্ন বাজারে পাঠাতেন। করোনার আগে নাওয়া খাওয়ার সময় থাকতো না। এত কাজের চাপ ছিল। কিন্তু বিগত দু বছরে পুরো ভাটা নেমেছে এই শিল্পে। কাজ নেই, ব্যাবসায়ী কাঁচামালও ঠিক মতো দিতে পারছে না। আয় নেই শিল্পীদের। সংসারে পড়েছে টান।