New Update
/anm-bengali/media/post_banners/gSaH55cOgIofmrIEHxIm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনার নাম-প্রতীক মহারাষ্ট্রে বিজেপির জোটসঙ্গী একনাথ শিন্ডের গোষ্ঠীর হাতে হস্তান্তরিত হয়েছে। আর নিয়ে বিতর্ক চরমে রয়েছে। গত বছর শিবসেনার মধ্যে বিভক্তির পর নির্বাচন কমিশন সম্প্রতি একনাথ শিন্ডের নেতৃত্বাধীন গোষ্ঠীর হাতে দলের নাম ও প্রতীক হস্তান্তর করে। এর মধ্য দিয়ে মহারাষ্ট্রে গত কয়েকদিন ধরে চলা শিবসেনা-ভুয়ো শিবসেনা বিরোধের অবসান ঘটেছে। তবে উদ্ধব ঠাকরের দল নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে শিবসেনার নাম ও চিহ্ন চুরি বলে অভিহিত করেছে। যদিও এসব ব্যাপারকে পাত্তা দিতে নারাজ একনাথ শিন্ডে ও বিজেপি। একনাথ শিন্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূয়সী প্রশংসা করে জানান, 'অমিত শাহজি আমাকে বলেছিলেন, শিন্ডেজি, আপনি এগিয়ে যান। আমরা পাথরের মতো আপনাদের পেছনে দাঁড়াবো। অমিত শাহজি যা বলেছিলেন তাই করে দেখিয়েছেন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us