নিজস্ব সংবাদদাতাঃ আজ অর্থাৎ রবিবার CBI দফতরে হাজিরা দিচ্ছেন না দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা মণীশ সিসোদিয়া? উঠছে প্রশ্ন। কারণ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আপ নেতা জানান, 'ফেব্রুয়ারির শেষের দিকে আমি সিবিআই-এর অফিসে যাবো। দিল্লির অর্থমন্ত্রী হিসেবে বাজেট প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তারিখ পরিবর্তনের অনুরোধ করেছি। আমি সবসময় এই সংস্থাগুলিকে সহযোগিতা করেছি।'