​নিজস্ব সংবাদদাতাঃ ‘বহনা নে ভাই কী কলাই সে প্যায়ার বাঁধা হ্যায়, প্যায়ার কে দো তার সে সংসার বাঁধা হ্যায় ’... জনপ্রিয় এই গানের দুটি লাইনেই বোঝা যায় রাখির ভারতীয় জীবনে কী মাহাত্ম্য ৷ বহু যুগ ধরে এই বিশেষ রাখি পূর্ণিমার দিনে ভাইয়ের মঙ্গল কামনায় রাখি বাঁধেন বোনরা ৷ কবে থেকে কী করে শুরু হল রাখি সেই গল্পটা জানেন তো ৷ চিতোরের রাণী কর্ণাবতী নিজের সুরক্ষা নিশ্চিত করতে দিল্লির মোগল সম্রাট হুমায়ুনের হাতে রাখি বেঁধেছিলেন।