New Update
/anm-bengali/media/post_banners/kvhyLqApcRja2tFIRVAV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের ব্যাটে ভর করে ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। অক্ষর ৯৪ বলে তার তৃতীয় টেস্ট অর্ধশতরান করেছেন। অশ্বিন তাকে অন্য প্রান্ত থেকে সমানভাবে সঙ্গ দিচ্ছেন। এর আগে অফ স্পিনার লায়ন তার ২২তম পঞ্চম উইকেট নেন এবং টড মারফি, ম্যাথু কুহনেম্যান একটি করে উইকেট নেন। শুক্রবার মহম্মদ শামি ৪ উইকেট, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন ৩টি করে উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
5⃣0⃣ & counting ✅@akshar2026 smacks a MAXIMUM to bring up his half-century in style 👌🏻👌🏻
Follow the match ▶️ https://t.co/hQpFkyZGW8…#TeamIndia | #INDvAUS | @mastercardindiapic.twitter.com/noVvVrEbAX— BCCI (@BCCI) February 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us