দেশে স্পোর্টসের পরিকাঠামোর উন্নতির জন্য অলিম্পিয়ানদের সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
দেশে স্পোর্টসের পরিকাঠামোর উন্নতির জন্য অলিম্পিয়ানদের সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হওয়া সম্বর্ধনা অনুষ্ঠানে টোকিও অলিম্পিকের অ্যাথলিটদের প্রধানমন্ত্রী একটি বিশেষ অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী অ্যাথলিটদের বলেন, দেশে স্পোর্টসের পরিকাঠামোর উন্নতির জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে তাঁদের মতামত কেন্দ্রীয় সরকারকে জানাতে। অ্যাথলিটরা বিদেশ থেকে সদ্য ঘুরে এসেছেন, সেখানকার খেলাধুলার পরিকাঠামো দেখেছেন, বিদেশি অ্যাথলিটদের সঙ্গে তাঁদের পরিচয় হয়েছে- এসবের ওপর ভিত্তি করে সরকারের কাছে লিখিতভাবে তাঁদের মতামত জানানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।