নিজস্ব সংবাদদাতাঃ করাচি পুলিশ হেডকোয়ার্টার্সে সন্ত্রাসী হামলা । সিন্ধু রেঞ্জার্সের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক অনুমান অনুযায়ী আট থেকে দশজন 'সশস্ত্র সন্ত্রাসী' রয়েছে অফিসের ভিতরে। করাচির পুলিশ প্রধান জাভেদ ওধো দাবি করেছেন, অন্তত ছয় জন সন্ত্রাসী নির্বিচারে তার অফিসে হামলা চালিয়েছে। এখনও চলছে এলোপাথাড়ি গুলির লড়াই। " পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।