New Update
/anm-bengali/media/post_banners/2tI7MywPqTbVXaVrDldy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ের ৬০ আসনে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। আর এই ভোটকে পাখির চোখ করে মেঘালয় সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ডালুর এক জনসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেন, 'মেঘালয় বিজেপির সঙ্গেই রয়েছে। ২০১৪ সালে মোদীজি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন সমগ্র উত্তর-পূর্বাঞ্চলজুড়ে শুধু বিদ্রোহ হত। এছাড়া হিংসা অব্যাহত ছিল। তবে আমরা আমাদের সংস্কারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ উত্তর-পূর্বের ভিত্তি স্থাপন করেছি এবং ৮,০০০ এরও বেশি যুবক মূলস্রোতে যোগ দিয়েছে। বিজেপি যেখানেই সরকার গঠন করেছে, সেখানেই সরকারি চাকরিতে দুর্নীতির অবসান ঘটিয়েছে। মেঘালয়ে বিজেপি সরকার গঠনের পর দুর্নীতির অবসান ঘটিয়ে দরিদ্রদের চাকরি দেওয়ার কাজ করা হবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us