নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ গোলাবর্ষণে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে খেরসন অঞ্চলের সামরিক প্রশাসন। আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী খেরসন অঞ্চলে ৭৬ বার হামলা চালিয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসন বলেছে, "খেরসন শহরের আবাসিক এলাকাগুলো আবারও শত্রুর গোলাবর্ষণের কবলে পড়েছে। দখলদাররা বাণিজ্যিক বন্দর এবং আবাসিক ভবনগুলোতে আঘাত হেনেছে।"