আদানিকাণ্ডে বিশেষজ্ঞ কমিটির তালিকা তৈরি, জট কি কাটবে?

author-image
Harmeet
New Update
আদানিকাণ্ডে বিশেষজ্ঞ কমিটির তালিকা তৈরি, জট কি কাটবে?

নিজস্ব সংবাদদাতাঃ আদানি গ্রুপ-হিন্ডনবার্গ মামলায় দায়ের করা পিটিশনের শুনানি শুক্রবার সুপ্রিম কোর্টে হবে। গত শুনানিতে কেন্দ্রীয় সরকার আদালতের পরামর্শে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনে সম্মত হয়েছিল। শেয়ার বাজারের নিয়ন্ত্রক ব্যবস্থা রদবদলের প্রয়োজন আছে কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি। সলিসিটর জেনারেল তুষার মেহতা একটি সিলমোহর খামে কমিটির সদস্যদের নাম আদালতে দেবেন বলে খবর। এই মামলায় এখনও পর্যন্ত ৪টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী এম এল শর্মা, বিশাল তিওয়ারি, কংগ্রেস নেতা জয়া ঠাকুর এবং মুকেশ কুমার, যাঁরা নিজেকে সমাজকর্মী বলে দাবি করেন, তাঁরা এই পিটিশন দায়ের করেছেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি জেবি পারদিওয়ালা শুক্রবার এই মামলার প্রথম শুনানি করবেন।