নিজস্ব সংবাদদাতাঃ টোকিও প্যারালিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করবেন পশ্চিমবঙ্গের প্যারা-পাওয়ারলিফ্টার সাকিনা খাতুন। এবার তাঁর প্রশংসা করে প্রধানমন্ত্রী টুইটারে লিখলেন, ‘পশ্চিমবঙ্গের প্যারা-পাওয়ারলিফ্টার সাকিনা খাতুন এই কথার জীবন্ত উদাহরণ, ইচ্ছাশক্তি থাকলে যে কোনও স্বপ্ন পূরণ করা যায়। উনি গ্রামের মেয়েদের জন্য একজন অনুপ্রেরণা’। প্রধানমন্ত্রী এই টুইটটির সঙ্গে তাঁর এবং সাকিনার মঙ্গলবারের আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করেছেন।