আর্থিক সঙ্কটে দীপিকা?

author-image
Harmeet
New Update
আর্থিক সঙ্কটে দীপিকা?

নিজস্ব সংবাদদাতা: ২৫ জানুয়ারি মুক্তির পরে ইতিমধ্যেই প্রায় হাজার কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের ছবি।  তা সত্ত্বেও বিমানের ইকোনমি ক্লাসে যাতায়াত করছেন দীপিকা পাড়ুকোন। মাঝে মধ্যেই আমজনতার মাঝে দেখা যায় বলিউড তারকাদের। সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে দেখা গেল এক বিমানে ইকোনমি ক্লাসে। যাত্রীভর্তি বিমানে নিজের জায়গা খুঁজে নিচ্ছেন নিজেই। বলিউড তারকার পরনে কমলা রঙের জ্যাকেট, মাথায় কমলা বেসবল টুপি, চোখে রোদচশমা। ছবি দেখেই স্পষ্ট, নিজের দিকে একেবারেই নজর ঘোরাতে চান না নায়িকা। তবে কোন বিমানের ইকোনমি ক্লাসে যাত্রা করেছিলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়।