ইউক্রেনে ৩৬টি রুশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে

author-image
Harmeet
New Update
ইউক্রেনে ৩৬টি রুশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুজনি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে মোট ৩৬টি আকাশ ও সমুদ্রভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, গাইডেড এয়ার-টু-সারফেস ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।জালুজনি বলেন, 'ইউক্রেনের সশস্ত্র বাহিনী ১৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুটি গাইডেড এয়ার-টু-সারফেস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।' তিনি বলেন, "কুর্স্ক অঞ্চল এবং কাস্পিয়ান সাগরের জলাঞ্চল থেকে যথাক্রমে টিইউ-২২এম৩ এবং টিইউ-৯৫এমএস কৌশলগত বিমান, অস্থায়ীভাবে অধিকৃত মেলিটোপোলের আশেপাশে এসইউ-৩৫ কৌশলগত বিমান এবং কৃষ্ণ সাগরের জলসীমায় ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী রণতরী হামলায় ব্যবহৃত হয়েছিল।"