সোশ্যাল মিডিয়ায় ছবি বিকৃত করে ব্ল্যাকমেলিং, কীভাবে এড়াবেন ?

author-image
Harmeet
New Update
সোশ্যাল মিডিয়ায়  ছবি বিকৃত করে ব্ল্যাকমেলিং, কীভাবে এড়াবেন ?

​নিজস্ব সংবাদদাতাঃ সকাল সকাল একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। ঝাঁ চকচকে প্রোফাইল ছবি। কেতাদুরস্ত বায়ো। টাইমলাইনেও আকর্ষক পোস্ট। এড়াতে পারলেন না ঋতম। ঝটপট রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। তারপর একটু আধু গুড মর্নিং, গুড নাইট মেসেজ। তারপর কথা গড়াল আরও একটু। এরপর ফোন নম্বর বিনিময়। কথাবার্তা এগোল হোয়াটসঅ্যাপে। এরপর ভিডিওকল। কিন্তু ওপারে কাউকেই দেখতেই পেলেন না ঋতম। কিন্তু তারপর থেকেই একের পর এক হুমকি ফোন আসতে শুরু করল তাঁর কাছে। পাঠানো হল এমন কিছু আপত্তিকর ছবি-ভিডিও, যেখানে অন্যের শরীরে ঋতমের মুখ। বলা হতে থাকে, টাকা দাও ... নইলে ছড়িয়ে যাবে এই ভিডিও। ঋতম কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম নয়। ঋতম প্রতীকী নাম মাত্র। আসলে এমন বহু ঋতমই ছড়িয়ে আছেন আমাদের মধ্যে, যাঁরা ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাকমেলিংয়ের শিকার। জেনে নিন  এক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন।

  1. সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব বা চ্যাট অনেকটাই সুরক্ষিত হয় হ্যাকারদের থেকে যদি টু-ফ্যাক্টর-অথেনটিকেশন অন করে নেওয়া হয়। কোনও কোনও সময় বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে নিজের ছবি পাবলিক আপলোড করেন অনেকে। তার থেকেই বিপদ বাড়ে। ছবি চুরি করে সুপারইমপোজ করে বাজারে ছড়িয়ে যেতে পারে। 
  2. অ্যাকাউন্ট হ্যাক না হলে সোশ্যাল মিডিয়া চ্যাট সেফ। কিন্তু অতি পরিচিতের সঙ্গেও বিশেষ ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার না করাই ভাল।
  3. সোশ্যাল মিডিয়ায় চ‍্যাট কতটা গোপনীয়তা র শর্ত রক্ষিত হয়?
  4. মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় লাস্ট লগ ইন চেক করা ভাল, হ্যাক হওয়ার হাত থেকে বাঁচতে। 
  5. সোশ্যাল মিডিয়ায় পাসওয়ার্ড আপনার নাম, পদবি বা জন্ম তারিখ দিয়ে রাখবেন না।