নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়িতে সিটি সেন্টারের সামনে রাস্তার ওপর দাউদাউ করে জ্বলতে থাকে একটি গাড়ি। গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে, রাস্তার পাশে গাড়ি থামিয়ে নেমে পড়েন চালক। কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় গাড়িটি। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল কর্মীদের। কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও দ্রুত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।