New Update
/anm-bengali/media/post_banners/udjgRmK4SYALcuwBa0Le.jpg)
হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : একগুচ্ছ দাবিতে পাণ্ডবেশ্বরে ব্লক অফিস কার্যালয়ে বিক্ষোভ দেখালো সিপিআইএম। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ পাণ্ডবেশ্বরে ব্লক অফিসের সামনে আবাস যোজনায় দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব বিক্ষোভ কর্মসূচি পালন করলো। এদিনের কর্মসূচিতে সংগঠনের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । /)
স্থানীয় সিপিআইএম নেতা কাঞ্চন মুখার্জির নেতৃত্বে হয় এই বিক্ষোভ কর্মসূচি । কাঞ্চন বাবু জানান, ''আবাস যোজনায় স্বচ্ছ নামের তালিকা প্রকাশ করতে হবে সরকারকে।'' অভিযোগ করেন, শাসক দলের ঘনিষ্ঠ লোকেরাই আবাস যোজনার নামের তালিকায় নাম নথিভুক্ত করেছেন, অথচ যারা আবাস যোজনার আসল দাবিদার, তাদেরই নাম বাতিল হয়েছে অজ্ঞাত কারণে। তিনি বলেন, অবিলম্বে স্বচ্ছ আবাস যোজনার তালিকা প্রকাশ করতে হবে। এদিনের এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক গরিব মানুষ আবাস যোজনার বাড়ির জন্য আবেদন পত্র জমা দেন ব্লক কার্যালয়ে ।/)
অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা তথা কেন্দ্রা অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি যমুনা ধীবর জানান, ''সামনেই পঞ্চায়েত ভোট আসছে, আর সেই কারণেই মানুষের নজর কাড়বার জন্য সিপিআইএমের এই ধরনের আন্দোলন ।'' তিনি অভিযোগ করেন, শান্ত পাণ্ডবেশ্বরকে অশান্ত করার চেষ্টা করছে সিপিআইএম। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম, বিজেপিকে জবাব দেবে পাণ্ডবেশ্বরের মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us