New Update
/anm-bengali/media/post_banners/6ZsCx6clXqMZnCifp8D6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরার বিধানসভা ভোটে জয় নিয়ে আশাবাদী টিপরা মোঠা। দলীয় নেতা প্রদ্যুত বিক্রম মানিক্য দেব বর্মণ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'আমি মনে করি ৯০ শতাংশের বেশি ভোট পড়বে এবং ত্রিপুরার মানুষ আমাদের সুযোগ দেবে। ধনপুর ও মোহনপুরে ক্ষমতাসীন দলের কাজ কর্মের খবর পেয়েছি। ইভিএমের ত্রুটিরও অভিযোগ করেছি নির্বাচন কমিশনে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us