ইন্দোনেশিয়ার পাপুয়ায় নৃশংস হত্যাকাণ্ডের দায়ে সেনাদের কারাদণ্ড

author-image
Harmeet
New Update
ইন্দোনেশিয়ার পাপুয়ায় নৃশংস হত্যাকাণ্ডের দায়ে সেনাদের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতাঃ ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের একটি সামরিক আদালত চার বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যার দায়ে চার সৈন্যকে এ সপ্তাহে কারাদণ্ড দিয়েছে। নিহতরা গত আগস্টে সৈন্যদের কাছ থেকে অস্ত্র কেনার চেষ্টা করছিল, কিন্তু চুক্তিটি ব্যর্থ হলে তাদের হত্যা করা হয়, তাদের ক্ষতবিক্ষত দেহ বস্তায় ভরে তিমিকা শহরের কাছে একটি নদীতে ফেলে দেওয়া হয়। পাপুয়ার আদালত চারজন সৈন্যকে পূর্ব-পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে, যার মধ্যে দু'জনকে যাবজ্জীবন এবং অন্য দুজনকে ১৫ বছর ও ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।