নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জে-মিউংয়ের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্প ও ঘুষের অভিযোগের তদন্তে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন দেশটির প্রসিকিউটররা। প্রসিকিউটররা জানিয়েছেন, সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী লি সিওংনাম শহরের মেয়র থাকাকালীন সিওংনাম ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্তৃক পরিচালিত ৪৮৯.৫ বিলিয়ন ওন (৩৮২ মিলিয়ন ডলার) লোকসানের কারণে তার দায়িত্ব ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। লি'র বিরুদ্ধে সিওংনাম এফসিকে ১৩.৩ বিলিয়ন ওন দেওয়ার জন্য চারটি কোম্পানি দাবি করার অভিযোগও আনা হয়েছে, যখন তিনি ফুটবল ক্লাবের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন।