নিজস্ব সংবাদদাতাঃ দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হলেন ‘কান্তারা’ খ্যাত পরিচালক। সেরা সম্ভাবনাময় অভিনেতা হিসাবে পুরস্কৃত হলেন ঋষভ শেট্টি। গত বছর মুক্তি পাওয়া অন্যতম সেরা কন্নড় ছবি ‘কান্তারা’য় পরিচালনার পাশাপাশি প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়ও। এই বছর সেই ছবির জন্যই সেরা সম্ভাবনাময় অভিনেতা হিসাবে সম্মান অর্জন করলেন ঋষভ শেট্টি।