নিজস্ব সংবাদদাতা, বজবজ : অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে গোষ্ঠী সংঘর্ষে জড়ালেন তৃতীয় লিঙ্গের মানুষরা। বিষ্ণুপুর খরিবেড়িয়ায় বজবজ এলাকায় অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদ করলে জুটছে পিটুনি। প্রতিবাদে তাই পথে নেমেছেন ওই এলাকার তৃতীয় লিঙ্গের মানুষরা।সকারের উপর রাগ উগরে দেন তারা। তাদের অভিযোগ,কলকাতার বিভিন্ন থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ এখনো পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। তাই তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন। প্রশাসন যদি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তারা তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।