New Update
/anm-bengali/media/post_banners/r4m0kiqQtsjtr537gqTf.jpg)
নিজস্ব সংবাদদাতা: ম্যানচেস্টার সিটির হাত থেকে প্রিমিয়ার লিগের শিরোপা ছিনিয়ে নিতে হবে, আর্সেনালের বিরুদ্ধে ম্যাচের আগে চ্যালেঞ্জ পেপ গার্দিওলার। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে জয় পেলে গোল ব্যবধানে শীর্ষে উঠে যেতে পারে সিটি। মিকেল আর্তেতার দলের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন গার্দিওলা। আর্সেনালকে লক্ষ্য করে গার্দিওলা বলেছেন, 'তোমরা এটা চাও? ঠিক আছে, লড়াই করে নিয়ে যাও। এটা আমাদের হাতে। শেষ দিন পর্যন্ত আমরা এই শিরোপা ধরে রাখব।'
Tomorrow = Arsenal 🅰️👊 pic.twitter.com/L20RjnjQV9
— Manchester City (@ManCity) February 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us