New Update
/anm-bengali/media/post_banners/GN5bBVpN9g1uIPFChNDm.jpg)
নিজস্ব সংবাদদাতা: ২০২০ সালে হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অগ্যস্ত নামে তাঁদের দুই বছর একটি সন্তানও রয়েছে। তবে করোনার কড়া বিধিনিষেধের জেরে হার্দিক ও নাতাশা একেবারে অল্প লোকের সমাগমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিধিনিষেধ লাঘব হওয়ায় বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা। খবর অনুযায়ী, উদয়পুরে আয়োজিত হবে নাতাশা-হার্দিকের বৈবাহিক অনুষ্ঠান। শোনা যাচ্ছে সোমবার থেকেই সেই অনুষ্ঠান শুরু হয়েছে এবং মঙ্গলবার ভ্যালেন্টাইন্স ডের দিন দুইজনে আবারও সাত পাক ঘুরবেন। এই উদ্দেশে ইতিমধ্যেই হার্দিক, নাতাশা, হার্দিকের দাদা ক্রুণালরা উদয়পুরের উদ্দ্যেশে রওনা দিয়েছেন। সম্ভবত তারকা জুটির বিয়ের সাক্ষী থাকতে উদয়পুরে উড়ে গেলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, কেএল রাহুল, আথিয়া শেট্টিরা। মঙ্গলবার সকাল সকালই বিমানবন্দরে দেখা গেল আথিয়া, কেএল, বিরুষ্কাদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us